ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
ক্ষেতলালে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

জয়পুরহাটের ক্ষেতলালে শ্রবণ প্রতিবন্ধী ১৪ বছর বয়সের একটি শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার সকাল ৮টায় তার নিজ শয়ন ঘর থেকে ওই শ্রবণ প্রতিবন্ধী শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তার পরিবার জানায়, গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। তার নাম ইচাশাহ (১৪)। সে উপজেলার মামূদপুর ইউনিয়নের সমন্তাহর গ্রামের আনিছুর রহমানের ছেলে।
বাবা আনিছুর রহমান বলেন, আমার ছেলে ইচাসাহ জন্মগত ভাবে শ্রবণ প্রতিবন্ধী ছিল। গত ২-৩ বছর যাবৎ পায়ুপথে প্রদাহ হয়ে তীব্র ব্যথা যন্ত্রণায় ভুগতেছিল। দরিদ্রতার কারণে ভালো চিকিৎসা করাতে পারিনি। বুধবার সকালে ঘুম থেকে উঠে সবাই বাড়ির বাহিরে যাই। ইচাশাহ তার ঘরে একা শুয়ে ছিল। সকাল ৮টার পর ইচাশাহ ঘুম থেকে না উঠলে আমার বড় ছেলের বৌ ঘরের দরজা খুলে দেখতে পায় সে ঘরের তীরের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। ছেলের বৌ-এর চিৎকারে
বাড়িতে ছুটে এসে দেখতে পাই- গলায় ফাঁস দিয়ে আমার
ছেলে মারা গেছে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়না তদন্তে জন্য লাশ থানায় নিয়ে যায়।
ক্ষেতলাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর আলম সিদ্দিক বলেন, সমন্তাহার গ্রাম থেকে ১৪ বছরের এক প্রতিবন্ধী শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। রির্পোট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে কোনো অভিযোগ হয়নি। তবে অপমৃত্যুর একটি মামলা হয়েছে।
"