মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

  ৩১ জানুয়ারি, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি

মোংলায় পাঁচ দিনেও খোঁজ মেলেনি ১৫ জেলের

সুন্দরবনের দুবলার চর থেকে মুক্তিপণের দাবিতে জলদস্যুদের হাতে অপহৃত ১৫ জেলে গত ৫ দিনেও উদ্ধার হয়নি। এতে করে দুশ্চিন্তায় দিন কাটছে অপহৃত জেলেদের পরিবারের। যদিও অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড ও বনবিভাগ অভিযান চালাচ্ছে। তবে কোন বাহিনী জেলেদের নিয়ে গেছে তা নিশ্চিত করতে পারেনি কেউ।

এর আগে, গত রবিবার রাতে বঙ্গোপসাগর উপকূলে সুন্দরবনে মান্দারবাড়িয়া এলাকা থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় জলদস্যুরা অস্ত্রের মুখে জিম্মি করে জেলেদের অপহরণ করে নিয়ে যায়। অপহৃত জেলেরা দুবলার আলোরকোল চরে অবস্থান নিয়ে সাগরে মাছ শিকার ও শুঁটকি প্রক্রিয়া কাজে নিয়োজিত ছিলেন।

এ ঘটনার ৩ দিন পার হলেও এখনো পর্যন্ত জেলেরা উদ্ধার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় জেলেপল্লীর বাসিন্দারা। ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ সবার পক্ষ থেকে এই দাবি জানান। তিনি বলেন, এ সময় আরো জেলেদের অপহরণের চেষ্টাকালে তিন দস্যুকে মারধর করে আটক করে জেলেরা। পরবর্তীতে আটকদের কোস্টগার্ডের হাতে তুলে দেওয়া হয়।

কামাল উদ্দিন আহমেদ আরো বলেন, অপহৃত জেলেদের উদ্ধার ও দস্যুদমনে দ্রুত অভিযান পরিচালনার জন্য গত মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন করেছেন দুবলার চরের ১১ হাজার জেলে। ই-মেইলে এই আবেদন পাঠানো হয়। এ ঘটনায় ৩ সন্দেহভাজন ৩ জনকে আটক করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেন জেলেরা। এ সময় ডাকাতদের কাছ থেকে একটি একনলা বন্দুক ও ৩৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। 

আটক ডাকাত সদস্যরা হলেন- বাগেরহাটের মোংলা উপজেলার জাহাঙ্গীর শেখ (৫১), খুলনার পাইকগাছা উপজেলার জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমত (৩৩) এবং সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রবিউল মোল্লা (২৬)। এরা সবাই দয়াল বাহিনীর সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় কোস্টগার্ড পশ্চিম জোনের আলোরকোল কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) মো. জাহিদুল ইসলাম বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা করেছেন। থানার ওসি মো. শহীদুল্লাহ এ তথ্য জানিয়েছেন।

অপহৃত জেলেরা হলেন- শাহ আলম, আজাহারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আরাফাত হোসেন, আলমগীর হোসেন, শাহাজান গাজী, রাসেল, শাহজাহান ঢালী, হাফিজুর রহমান, শাহীনুর আলম, ,মতিয়ার সরদার, খান রফিক, রিপন মোড়ল, নুরে আলম, ও নাথন বিশ্বাস। তাদের বাড়ি খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।

এ ব্যাপারে বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, সুন্দবনের দুবলার চরের অপহৃত ১৫ জেলেকে উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বনরক্ষীদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিষয়টি নিয়ে কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে সমন্বিত অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close