রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ৩১ জানুয়ারি, ২০২৫

রাঙ্গুনিয়ায় গুঁড়িয়ে দিল দুই ভাটার চিমনি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযানে অবৈধ দুই ইটভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। গত বুধবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম এই অভিযান চালান।

ভ্রাম্যমাণ আদালত জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের ধারায় ইসলামপুর ইউনিয়নের আবদুল করিম ইসলামের মালিকানাধীন মেসার্স আবদুল করিম ব্রিকস ও হোসেন তালুকদারের মালিকানাধীন সৌদিয়া অ্যান্ড কোম্পানির ইটভাটার চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, গবেষণা কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close