রংপুর ব্যুরো
ছাত্র-আন্দোলনে হামলা
রংপুরে আ.লীগ-যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার

রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় (গত মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার) বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ নাশকতাকারী ও পরিকল্পনাকারী ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে বিভাগের দিনাজপুর থেকে ৪, ঠাঁকুরগাও ও রংপুর থেকে ১ জন করে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশের রংপুর রেঞ্জ। এ নিয়ে গত দুই দিনে ২১ জনকে গ্রেপ্তার করা হলো।
গত বুধবার দুপুরে রংপুর রেঞ্জ পুলিশের ক্রাইম বিভাগ সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ও জনতার ওপর হামলাসহ নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দিনাজপুরের পৌরসভা শাখা ছাত্রলীগের সদস্য মিম হোসেন, চেহেলগাজী ইউনিয়ন যুবলীগের সদস্য জগদীশ চন্দ্র দাস, ফুলবাড়ী পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলী, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুর হোসেন ওরফে মিন্টু, ঠাকুরগাঁও আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, রংপুর জেলা ছাত্রলীগের সদস্য আল আমিন হোসেন।
রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং নাশকতার যেসব মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে তদের সাঁড়াশি অভিযান চলছে। অপরাধ দমন এবং অভিযুক্ত আসামিদের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
"