শেরপুর প্রতিনিধি
শেরপুরে ২০ টন নকল সার জব্দ

শেরপুরে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও কৃষি অফিসের যৌথ অভিযানে ২০ টন অবৈধ ও ভেজাল জিপসাম সার জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি গোডাউন থেকে এসব সার জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকার নতুন কুঁড়ি কিন্ডারগার্টেনের পেছনে সেভেন কে.আর বাংলাদেশ লিমিটেড নামে একটি সার মোড়কজাত কারখানায় অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও কৃষি অফিস।
এ সময় অবৈধ চালানে আনা বিভিন্ন ব্র্যান্ডের ও কোম্পানির ৪০০ বস্তায় ২০ টন সার জব্দ করা হয়। এসব সার ইন্ডিয়া জিপসাম, সেভেন গ্লোজিংক, সেভেন বোরনস নামে বাজারজাত করা হচ্ছিল। সেখানে বিভিন্ন কেমিক্যালের ড্রামও পাওয়া যায়। জব্দ সারের মূল্য প্রায় ৫ লাখ টাকা। অভিযানের সময় সেভেন কে. আর বাংলাদেশ লিমিটেডের স্বত্বাধিকারী মো. রুবেল মিয়া পালিয়ে যায়।
এ ব্যাপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নিলু বলেন, জব্দ সারগুলো ঢাকা থেকে আনা হলেও চালান দেখানো হয়েছে জামালপুর জেলার এস.এস ক্রপ কেয়ারের নামে। সারগুলোর কোনো চালানপত্র বা বৈধ কাগজপত্র নেই। তিনি আরো বলেন, সেভেন কেয়ার বাংলাদেশ লিমিটেডের স্বত্বাধিকারী রুবেল সাপমারী গ্রামের আব্দুস সামাদের গোডাউনটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ভেজাল সার ফয়েল প্যাকেটে ভরে বাজারজাত করে আসছিল। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং সারগুলোর মান পরীক্ষার জন্য নমুনা ঢাকার ল্যাবে পাঠানো হবে।
"