
সংক্ষিপ্ত সংবাদ

আলোচনা সভা
মেহেরপুর প্রতিনিধি
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে গতকাল মেহেরপুরে বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথা, জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী প্রমুখ।
বিক্ষোভ মিছিল
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় কৃষি রক্ষা ও কৃষক ক্ষেতমজুরদের ন্যায্য পাওনা আদায়ের দাবিতে কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল বিক্ষোভ মিছিল হয়। জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টা বরাবর কৃষক-ক্ষেতমজুরদের সমস্যা সমাধানের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। পরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তন সংলগ্ন ডিবি রোডে সংগ্রাম পরিষদের সমন্বয়ক এবং জাতীয় কৃষক খেতমজুর সমিতির জেলা সভাপতি রেবতি বর্মনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা সুভাস শাহ রায়, খেতমজুর সমিতির জেলা সভাপতি ইমদাদুল হক মিলন প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতা
শাহজাদপুর প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ (বিএমটি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ শুভ উদ্বোধন ও আলোচনা সভা হয়েছে। গতকাল উদ্বোধন করেন শিক্ষাবিদ, চিকিৎসক ও জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিত। বক্তব্য দেন বিএনপির অন্যতম নেতা আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ সভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম চৌধুরী শাকিক প্রমুখ।
সংবর্ধনা
মির্জাপুর প্রতিনিধি
টাঙ্গাইলে গতকাল সকালে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে ২০২৫ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আদর্শ পেশাজীবী পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। উদ্বোধন করেন মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ। উপজেলা আদর্শ পেশাজীবী পরিষদের সভাপতি সাংবাদিক হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও এ.বি.এম আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম প্রমুখ।
কর্মশালা
কসবা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও কসবা পৌরসভার সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা হয়। ইউএনও মুহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শেখ ফরিদ। আরো উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এইচ এম শাহীন প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ
রাজারহাট প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে প্রেসক্লাব রাজারহাটের উদ্যোগে অসহায় ও শীতার্তের মধ্যে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে প্রেসক্লাব রাজারহাটের নিজস্ব কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আল ইমরান। আরো ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রসুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান, উপজেলা জামায়েতের আমির কফিল উদ্দিন, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুস কুদ্দুস প্রমুখ।
"