হিলি (দিনাজপুর) প্রতিনিধি
৩০ জানুয়ারি, ২০২৫
নবাবগঞ্জে পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দিনাজপুরের নবাবগঞ্জে চাইনিজ পিস্তল এবং দেশীয় ধারালো অস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল।
গত মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার রাত ৪টায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উপজেলার কুচদহ আজীবর পাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই যুবক হলেন বিপ্লব মিয়া (২৬)। তিনি ওই গ্রামের আহাদ আলীর ছেলে। রাতেই তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
ওসি আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিতিত্বে জানতে পারি উপজেলার কুচদহ ইউনিয়নের আজীবর পাড়া গ্রামে একজন যুবকের কাছে অস্ত্র রয়েছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন