দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি
দেলদুয়ারের ডুবাইল
খাস জায়গা ভরাটে রাস্তা বন্ধ, ৫ পরিবারের লোকজন অবরুদ্ধ

টাঙ্গাইলের দেলদুয়ারে সরকারি জায়গায় মাটি ভরাট করে বসতবাড়ী নির্মাণ করায় চলাচলের একটি রাস্তা বন্ধ হয়ে গেছে। কোনো বিকল্প উপায় না থাকায় পাঁটটি পরিবারের লোকজন অবরোদ্ধ হয়ে পড়েছে। ভূক্তভোগী পরিবারগুলো দির্ঘদিন ধরে ডুবাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে রাস্তা নিয়ে সুষ্ঠু সমাধানের আবেদন করে কোনো মীমাংসা পাননি। ফলে সম্প্রতি জেলা ও উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেছেন।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ডুবাইল ইউনিয়নের কোপাখী মৌজার কোপাখী গ্রামে ৬৯২ খতিয়ানের ৪০১৮ দাগে ২৬ শতাংশ জায়গা রয়েছে। এটি সরকারি সড়কের অংশ। ওই জায়গার বেশিরভাগ অংশ দখল করে বসতবাড়ী নির্মাণ করেছেন গ্রামের জুলহাস সিকদার। যার ফলে রাস্তা বন্ধ হয়ে অভিযোগকারী স¤্রাট মিয়াসহ পাঁচটি পরিবার অবরোদ্ধ হয়ে পড়েছে।
অভিযোগ রয়েছে, একাধিকবার শালিসি বৈঠক হলেও গ্রাম্য মাতাব্বর খোরশেদ মিয়া অভিযুক্তের পক্ষ নিয়ে মিমাংসার প্রক্রিয়া বিলম্বিত করেন। তবে খোরশেদ মিয়া তার বিরুদ্ধে এ অভিযোগ অস্বীকার করেছেন।
কোপাখী গ্রামের বাসিন্দা মো. শাহজাহান মিয়া বলেন, ‘যে জায়গাটায় মাটি ভরাট করে বাড়ীর অংশে সংযুক্ত করা হয়েছে, তা সরকারি সড়কের অংশ। বিষয়টি একাধিকবার পরিমাপ করে নিশ্চিত হওয়া গেছে। কিন্তু জুলহাস মিয়ার খামখেয়ালীপনার কারনে রাস্তা বন্ধ হয়ে ৫টি পরিবার অবরোদ্ধ হয়ে পরেছে।’
জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য লিয়াকত হোসেন বলেন, ‘ওই খানে সরকারি জায়গা রয়েছে, এটা সত্য। বিষয়টি নিয়ে আমরা একাধিকবার বৈঠকে বসেছি কিন্তু মীমাংসা করা যায়নি। শুনেছি উপজেলা প্রশাসনে এ ব্যপারে অভিযোগ দায়ের করা হয়েছে।’
"