দাকোপ (খুলনা) প্রতিনিধি
দাকোপে স্ত্রীকে হত্যার পর আত্মঘাতী স্বামী

খুলনার দাকোপে মারধরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন তার স্বামী। গত সোমবার দিবাগত রাতে উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের রামনগর গ্রামে
শচীন্দ্র নাথ মণ্ডলের বাড়িতে
এ ঘটনা ঘটে। এ ঘটনায়
থানায় পৃথক দুটি মামলা
হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে রামনগর গ্রামের শচীন্দ্র নাথ মণ্ডলের (৪৫) সঙ্গে স্ত্রী মলিনা মন্ডলের (৪০) ঝগড়া হয়। এর এক পর্যায়ে শচীন তার স্ত্রীকে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর শচীন প্রথমে বিষ পান, পরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। গৃহবধূ মলিনার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
তবে স্বামী-স্ত্রীর মধ্যে কী নিয়ে কলহ হয়েছিল, তা জানা যায়নি। গত মঙ্গলবার সকালে পুলিশ মরদেহ ২টি দাকোপ থানায় নিয়ে যান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, হত্যা ও আত্মহত্যার ঘটনায় দাকোপ থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এর একটি অপমৃত্যু মামলা, অপরটি হত্যা মামলা।
"