রবিউল ইসলাম, টঙ্গী (গাজীপুর)

  ৩০ জানুয়ারি, ২০২৫

গাজীপুর মহানগর

শোকজের পরও বেপরোয়া ছাত্রদল নেতা, বিএনপি নেতার বাড়িতে হামলা ও হুমকি

গাজীপুর মহানগরের ছাত্রদল নেতা মমিনুর রহমান মমিনের বিরুদ্ধে এক বিএনপি নেতার বাড়ি ঘেরাও, হত্যার হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন গাজীপুর মহানগর গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ। জীবনের নিরাপত্তা চেয়ে তিনি গত বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ করেছেন। এর আগে আরেক ভুক্তভোগীর করা অভিযোগের পরিপ্রেক্ষিতে মোমিনকে কারণদর্শানোর নোটিশ দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি, তারপরও বন্ধ হয়নি এই ছাত্রদল নেতার বেপারোয়াপনা ।

আসাদুজ্জামান অভিযোগে জানান, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন বেপরোয়া হয়ে ওঠেন। তার নেতৃত্বে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। চাঁদাবাজি, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং পরিচালনায় মমিন ও তার লোকজন জড়িত।

থানায় দেওয়া অভিযোগে আসাদুজ্জামান উল্লেখ করেছেন, গত সপ্তাহের বৃহস্পতিবার রাতে মমিনের নেতৃত্বে ১৩-১৪ জন ‘সন্ত্রাসী’ দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়ি ঘেরাও করে। এ সময় তাকে বাড়িতে না পেয়ে ভাঙচুরের চেষ্টা ও পালিয়ে যাওয়ার সময় তাকে মেরে ফেলার হুমকি দেন মমিন।

ছাত্রদল নেতা মমিন ছাড়াও অভিযুক্তদের মধ্যে আছেন ডিস্কো জনি, নাসিম আহমেদ মীম, গোলাম রব্বানী, লাহিমুল উদ্দিন নোমান, কায়কোবাদ, শেখ সাকিব, আশিকুর রহমান আশিক, নাজমুল হাসান, রনি, নাসির, শিপন, নিলয় সরকার ও দীপু মিয়া।

নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক দোকানদার বলেন, ‘মমিনের লোকজন আমাদের কাছ থেকে প্রতিনিয়ত চাঁদা চায়। না দিলে বিভিন্নভাবে হয়রানি করে।’

এর আগে মহানগরের তারগাছ এলাকার বাসিন্দা মোতালেব হোসেন নামে এক ভুক্তভোগী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির কাছে গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চলতি জানুয়ারি ১৯ তারিখে তাদের কারণ দর্শানোর নোটিশ দেয় কেন্দ্রীয় কমিটি। তবে এরপরও তার বেপরোয়া কার্যক্রম বন্ধ হয়নি।

জানতে চাইলে ভুক্তভোগী মোতালেব হোসেন বলেন, ‘গত বছরের আগস্টের পরে মমিনের অত্যাচার বেড়েছে। আমার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালাগাল করে। প্রতিবাদ করায় আমার বাড়ি ভাঙচুর করে, আমাকে প্রাণনাশের হুমকি দেয়। তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। মুখ খুলেই নেমে আসে চরম নির্যাতন।’

অভিযোগ বিষয়ে জানতে ছাত্রদল নেতা মমিনুর রহমান মমিনের মোবাইল ফোনে একাধিকাবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি। পরে ফোনে ক্ষুদ্রে বার্তা পাঠিয়েও তার কোনো উত্তর আসেনি।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন,গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ থানায় অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close