রংপুর ব্যুরো
বদরগঞ্জে স্ত্রী হত্যার ৯ বছর পর স্বামীর যাবজ্জীবন

রংপুরের বদরগঞ্জে প্রায় সাড়ে ৯ বছর আগে স্ত্রীকে হত্যার দায়ে ওসমান গণি (৩৮) নামে তার স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি ওসমান গণি পলাতক ছিলেন। তিনি বদরগঞ্জ উপজেলার মোস্তফাপুর বারবিঘা গ্রামের বাসিন্দা।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, বদরগঞ্জ উপজেলার মোস্তফাপুর বারবিঘা গ্রামের ওসমান গণির সঙ্গে মঞ্জুয়ারা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর নানা কারণে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত। ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর রাতে স্ত্রী মঞ্জুয়ারা খাতুনকে হত্যা করেন আসামি ওসমান গণি। এ ঘটনায় মঞ্জুয়ারার বাবা আমজাদ হোসেন বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আলাদত ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার এ রায় প্রদান করেন। আসামি ওসমান গণি পলাতক রয়েছে।
রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আফতাব উদ্দিন ও আসামিপক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী সুলতান আহমেদ শাহীন মামলাটি পরিচালনা করেন।
"