গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

  ২৫ জানুয়ারি, ২০২৫

সীমান্তে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটের গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্তে আবারও অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।

গত বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, লাফার্জ, পাথরকোয়ারী, বিছনাকান্দি, সোনারহাট, কালাইরাগ, সংগ্রাম এবং শ্রীপুর বিওপি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভরতীয় চিনি, গরু, সাবান, আইবল ক্যান্ডি, চকলেট, মদ, শিং মাছ জব্দ করা হয়। এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়। আটক মালামালের আনুমানিক মূল্য ৪৭ লাখ ৭০ হাজার ৭০০টাকা।

গত বৃহস্পতিবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close