বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

  ২৫ জানুয়ারি, ২০২৫

বীরগঞ্জে ধানমাড়াই মেশিনের পাখার আঘাতে শিশুর মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে ধানমাড়াই মেশিনের পাখার আঘাতে জান্নাতি খাতুন নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার শতগ্রাম দেবারুপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। জান্নাতি খাতুন উপজেলার শতগ্রাম ইউনিয়নের দেবারুপাড়া এলাকার জুয়েল রানার মেয়ে।

গুরুতর আহত জান্নাতি খাতুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য হাসিনুর ইসলাম। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার এসআই সুমন দেবনাথ ঘটনাস্থলে গিয়ে শিশুর দেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার দুপুরে বসতবাড়ির আঙিনায় শ্যালো ইঞ্জিন চালিত মেশিন দিয়ে ধান মাড়াইয়ের কাজ চলছিল। সবার অজান্তে শিশু জান্নাতি মেশিনের কাছে এলে পাখার আঘাতে রক্তাক্ত হয়। পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বীরগঞ্জ থানার ওসি আবদুল গফুর জানান, শিশুটির লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। পরিবারের কোনো প্রকার আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close