রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
বিনামূল্যে বিতরণের বই পাচারে নৈশপ্রহরী আটক

কুড়িগ্রামের রৌমারীতে মাধ্যমিক পর্যায়ে সরকারি বিনামূল্যে বিতরণের বই পাচারের অপরাধে মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশ্যপ্রহরী মো. জামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকালে উপজেলা চত্বর থেকে তাকে আটক করা হয়। আটক জামাল উদ্দিন যশোর জেলার কতোয়ালি থানার যোগমোহনপুর গ্রামের বাসিন্দা।
উল্লেখ্য, গত বুধবার রাতে মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার বই বিক্রির উদ্দেশ্যে পাচারকালে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের ধাতিয়াপাড়া গ্রাম থেকে ট্রাকসহ বই জব্দ করে। এবং মাইদুল ইসলাম নামের একজনকে আটক করেছে শেরপুর থানা পুলিশ। আটক মাইদুল ইসলাম কুড়িগ্রামের চিলমারী উপজেলার খেরুয়ারচর গ্রামের বাসিন্দা।
তবে রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কামরুল ইসলাম বলেন, এই উপজেলা থেকে কতো বই নেওয়া হয়েছে তা আমাদের জানা নাই। তবে নৈশ্যপ্রহরী জামালকে অরো জিজ্ঞাসাবাদের জন্য রৌমারী থানায় সোর্পদ করা হয়েছে।
রৌমারী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, শেরপুর জেলা পুলিশ সুপার রৌমারী থেকে মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যবই পাচারে আটক করার বিষয়ে আমাকে জানিয়েছে। পরে রৌমারী উপজেলা চত্বর থেকে মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশ্যপ্রহরী জামাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। এ বিষয়ে শেরপুর থেকে একটি টিম এসে তাকে জিজ্ঞাসাবাদ করবে।
শেরপুরের পুলিশ সুপার (এসপি) মো. আমিনুল ইসলাম বলেন, রৌমারীতে আটক মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশ্যপ্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য শেরপুর থেকে একটি টিম রৌমারীতে পাঠানো হয়েছে।
"