
সংক্ষিপ্ত সংবাদ

কর্মশালা
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে গতকাল সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের ছাদ বাগানে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা হয়েছে। কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সিভিল সার্জন ডা. মহীউদ্দীন আহমেদ। জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানজিনা শারমিন দৃষ্টির সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রনি আলম নুর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়া আকরাম সাকাপি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার প্রমুখ।
কারখানায় আগুন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে লখপুরের খাজুরা এলাকায় নিয়ামুল এন্টার প্রাইজ অ্যান্ড কটন রিফাইন মিলস্ নামে একটি তুলার কারখানায় আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। কারাখানার মালিক রফিকুল ইসলাম জানান, গত রবিবার রাতে আগুন লাগলে মুহূর্তেই লেলিহান শিখা কারখানার ভেতর চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে খুলনা, বাগেরহাট ও ফকিরহাট ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ও খুলনার নৌ বাহিনীর একটি দল এবং স্থানীয়রা প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
পুরস্কার বিতরণ
মুরাদনগর প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে গতকাল দুপুরে কলেজ নোমান আহমেদ ডিগ্রি কলেজের ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাত্তার মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী সৈয়দ এ.কে.এম শফিক পিইঞ্জ। উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই টোটাল গ্রুপের চেয়ারম্যান কাজী শাহ জুন্নুন বসরী, এ.কে.এম কায়েস, সৈয়দ ওমর আজম মোজাম্মেল প্রমুখ।
কমিটির সভা
কাউনিয়া প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হকের সভাপতিত্বে এই সভা হয়। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তারিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ মাহফুজ, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, আইসিটি কর্মকর্তা মৃত্যুঞ্জয় সেন, কাউনিয়া থানার এসআই রতন প্রমুখ।
প্রতিরোধ কর্মশালা
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (গাইনী অ্যান্ড অবস) ডা. সালমা আক্তার, ডা. মোহাম্মদ মোরশেদ আলম, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুমাইয়া হোসেন লিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।
ইয়াবাসহ গ্রেপ্তার ৩
বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে ইয়াবা ট্যাবলেট বিক্রির অভিযোগে মো. নেছার চৌকিদার, তার স্ত্রী সুমনা আক্তার ও ছেলে শাওন চৌকিদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল উপজেলার কালাইয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় ২১০ পিস ইয়াবা। বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, তাদের বিরুদ্ধে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
"