ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ২১ জানুয়ারি, ২০২৫

ফুলবাড়ী সীমান্তে দুই ভারতীয়সহ আটক ৩

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিক ও তাদের সহযোগীসহ তিনজনকে আটক করেছে বিজিবি। গত রবিবার সন্ধ্যায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি গ্রাম থেকে আটকের পর রাতেই তাদের ফুলবাড়ী থানায় সোপর্দ করেছে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন- ভারতের পূর্ব বর্ধমানরে নাদনঘাট থানার ধামাই গ্রামের বাবর আলী মন্ডলের মেয়ে রেশমা মন্ডল (২৮), দক্ষিণ চব্বিশ পরগনার উশতি থানার গড়খালী গ্রামের দেবকুমার সাপুইয়ের ছেলে সৌরভ কুমার সাপুই (১৮) এবং তাদের সহযোগী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাশির ডেরা গ্রামের ইউসুফ আলী (২২)।

বিজিবি জানায়, রবিবার সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাটারী সীমান্তে ৯৩৩ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের সাব পিলার ১০-এর কাছ দিয়ে বাংলাদেশে ঢোকার সময় বালারহাট ক্যাম্পের টহলরত বিজিবির হাতে আটক হন তারা। একই সঙ্গে আটক করা হয় তাদের সহযোগী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাশির ডেরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউনুছকেও।

লালমনিরহাট ১৫ বিজিবির বালারহাট ক্যাম্পের টহলরত বিজিবির নায়েক হুমায়ন আলী জানান, ভারতীয় দুজন এবং বাংলাদেশের একজনকে আটক করা হয়েছে। তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান, বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশের অপরাধে দুই ভারতীয়র বিরুদ্ধে মামলা হয়েছে। এবং বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মানব পাচার রোধ আইনে মামলা হয়েছে। আসামদের জেলহাজতে পাঠানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close