রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
২১ জানুয়ারি, ২০২৫
রাজারহাটে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজারহাটে কয়েক ঘণ্টার ব্যবধানে আরো একজন ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। পুলিশ জানায়, উপজেলার চাকির পশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুস সালামকে (৪২) গতকাল সোমবার দুপুরে রাজারহাট পাইলট স্কুল সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি উপজেলার পীরমামুদ এলাকার বাসিন্দা।
স্থানিয়রা জানায়, আব্দুস সালাম নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের একজন প্রভাবশালী নেতা এবং উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। বিগত ইউপি নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন এবং একজন প্রভাবশালী চেয়ারম্যান হিসেবে পরিচিতি লাভ করেন। ৫ আগস্টের পরও তিনি বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছিলেন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন