ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
ডাসারে মানব পাচার মামলায় গ্রেপ্তার একজন

মাদারীপুরের ডাসারে মানব পাচার ও প্রতিরোধ দমন আইনের মামলায় মো. সাইদুল মাতুব্বর (৫৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করছে পুলিশ।
গতকাল রবিবার আসামি সাইদুলকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে, শনিবার সন্ধ্যায় উপজেলার কমলাপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, মো. সজীব (২৭) নামে এক যুবককে ইতালি পৌঁছে দেওয়ার কথা বলে প্রায় দু’বছর আগে লিবিয়া পাঠায় মো. সাইদুল মাতুব্বর ও তার সহযোগীরা। লিবিয়ায় গিয়ে মাফিয়াদের হাতে আটক হন ওই যুবক। এরপরে পরিবারকে ভয় ভীতি দেখিয়ে দফায় দফায় ৩১ লাখ টাকা হাতিয়ে নেয় দালালচক্র। এতে ভুক্তভোগী ওই যুবকের মা লাকী খানম বাদী হয়ে ডাসার থানায় মো. সাইদুল মাতুব্বরসহ ১৬ জনকে আসামি করে গত শনিবার মানব পাচার ও দমন আইনে একটি মামলা রুজু করেন। সেই মামলার এক নম্বর এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম জানান, সাইদুলের বিরুদ্ধে মানব পাচার ও দমন আইনে মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে গতকাল জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
"