
সংক্ষিপ্ত সংবাদ

কর্মসূচি উদ্বোধন
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে গত রবিবার বিকেলে জেলা প্রশাসক স্কয়ারে ‘জিরো ওয়েস্ট ব্রিগেড’ গঠন ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে গঠন ও পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মুহম্মদ হিরুজ্জামান এনডিসি। পটুয়াখালী ইয়ুথ ফোরামের সক্রিয় অংশগ্রহণে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
শীতবস্ত্র বিতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি
জেলায় এনজিও ফেডারেশন (এফ এনবি) উদ্যোগে প্রতিবন্ধি অসহায় দুস্থ ও দরিদ্র খেটে খাওয়া মানুষের মাঝে ৫০০ শত শীত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল জ্ঞানাদায়িনী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বেসরকারি উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশ এবং ব্রাকের যৌথ সহযোগিতায় কার্যক্রম আয়োজন করেন, এনজিও এফ এমবি জেলা কমিটি। জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রোমানা রিয়াজ এসব বিতরন করেন। উপস্থিত ছিলেন এফ এমবি জেলা কমিটির সভাপতি ও সুক এর নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, কমিটির সহসভাপতি প্রমুখ।
বিজ্ঞান মেলা
রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গতকাল সকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রিয় হাইস্কুল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোবারক হোসেন, জামায়াত ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী প্রমুখ। সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।
টুর্নামেন্ট
ডিমলা প্রতিনধি
নীলফামারী ডিমলা স্পোটিং ক্লাবের উদ্যোগে আন্তঃ ডিমলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার উপজেলা পরিষদ মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাসেল মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, ডিমলা থানার ওসি ফজলে এলাহী, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, জাহাঙ্গীর আলম ডিয়ার, আব্দুল মজিদ প্রমুখ।
মাসিক সভা
নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলা মিনি কনফারেন্সন রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকারের সভাপতিত্বে এই সভা হয়। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, নাচোল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, ফতেপুর ইউপি চেয়ারম্যান ইসমাইল হক অপু, এলজিইডি প্রকেশৈলী শাহিনুল ইসলাম, থানার এসআই তারেক রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো সহ বিভিন্ন দপ্তরেরর কর্মকর্তারা।
বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ
কাউনিয়া প্রতিনিধি
জ্ঞান-বিজ্ঞানে করব জয় সেরা হব বিশ্বময় এ প্রতিপাদ্য নিয়ে কাউনিয়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ২দিন ব্যাপী বিজ্ঞান মেলা গতকাল সকালে রংপুরের কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হকের সভাপতিত্বে কাউনিয়া রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলামে সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লোকমান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া আকতার, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ প্রমুখ।
"