সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার সাভার
আশুলিয়ায় তিন ঘণ্টা সড়ক অবরোধ শ্রমিকদের, যানজট

ঢাকার সাভার উপজেলায় আশুলিয়ায় শারমিন গ্রুপের ছাঁটাইকৃত শ্রমিকরা পাওনা পরিশোধের দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ করেছেন। এতে আশুলিয়ার প্রায় ৬ কিলোমিটার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গতকাল সোমবার দুপুর ১টার দিকে আশুলিয়া-ডিইপিজেড-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় শারমিন গ্রুপ কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে অবরোধ করে। এর তিন ঘণ্টা পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
আশুলিয়া শিল্প-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, মালিকপক্ষের ছেলের বিয়ে উপলক্ষে শ্রমিকদের জন্য খাওয়া-দাওয়ার আয়োজনকে কেন্দ্র করে কারখানার ভেতরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে মালিকপক্ষ শ্রম আইনের ২৩ ধারায় বেশকিছু শ্রমিককে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেয় ও পরে তদন্ত করে অনেককে চাকুরিচ্যুত করে। চাকরিচ্যুত শ্রমিকের সংখ্যা প্রায় ৪৩০ জন।
মোমিনুল ভূঁইয়া বলেন, মূলত এসব শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে। এ বিষয়ে বিজিএমইএয়ে সব পক্ষের মধ্যে আলোচনা হয়।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘হামীম গ্রুপের মালিকের ছেলের বিয়ে উপলক্ষে শ্রমিকদের দাওয়াত দেওয়া হয়। তবে শারমীন গ্রুপের শ্রমিকরা অভিযোগ জানান, দাওয়াত দিয়ে হামীম গ্রুপের শ্রমিকদের ভালোভাবে আপ্যায়ন করা হলেও তাদের গ্রুপের শ্রমিকদের আপ্যায়নে ত্রুটি ছিল। এতে কারখানার ভেতরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ভাঙচুরের অভিযোগও শোনা গেছে। এরপর থেকে শ্রমিকরা কারখানায় কাজও বন্ধ রেখেছিলেন।’
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, ‘ছাঁটাই করা শ্রমিকদের পাওনার দাবির বিষয়টি নিয়ে গতকাল ত্রিপক্ষীয় বৈঠক হয়। শ্রমিকদের দাবি অনুযায়ী, পাওনাদি পরিশোধে রাজি নয় মালিকপক্ষ। তাই গতকাল (রবিবার) কোনো সমাধান হয়নি। তাই আজ (সোমবার) শ্রমিকরা সড়ক অবরোধ করেন। অবশ্য পরে বিকেল ৪টার দিকে তারা অবরোধ তুলে নেয়।’
"