কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে মারধরের পর পুলিশে সোপর্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পরীক্ষা দিতে যাওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা অর্ণব সিংহ রয়কে মারধরের পর পুলিশে সোপর্দ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। গত রবিবার তিনি মাস্টার্সের পরীক্ষা দিতে ক্যাম্পাসে গেলে এ ঘটনা ঘটে।
অর্ণব সিংহ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শাখার সাবেক সভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার কর্মী ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উপস্থিত মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহাদাত তানভীর রাফি বলেন, ‘অর্ণব সিংহ ছাত্রলীগের নেতা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা করেছিল ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মিছিল দিয়েছিল। এছাড়া তিনি একাধিক মামলার আসামিও।’
"