বাকৃবি প্রতিনিধি
১৪ জানুয়ারি, ২০২৫
র্যাগিংয়ের অভিযোগ
বাকৃবির ২৮ শিক্ষার্থীকে এক বছর বহিষ্কার

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত ২৮ শিক্ষার্থীকে এক বছরের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল সোমবার ভোর ৪টার দিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মো. বজলুর রহমান মোল্যা তাদের বহিষ্কার আদেশ দেন। বহিষ্কৃতরা সবাই ওই হলের অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থী। অভিযুক্তরা ১১ জানুয়ারি রাতে ভর্তি হওয়া নতুন ছাত্রদের র্যাগিং করে, এতে এক শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েন। ওই ঘটনায় সোহরাওয়ার্দী হলের ২৮ জন ও নন অ্যাটাচ ২৫ জন অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে সোহরাওয়ার্দী হলের অ্যাটাচ ২৮ জনের মধ্যে যাদের হলে পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নন অ্যাটাচদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হল প্রভোস্ট ।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন