সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

  ১৪ জানুয়ারি, ২০২৫

সৈয়দপুরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের দুটি লোহার গেট চুরি

নীলফামারীর সৈয়দপুর শহরের গোলাহাট কবরস্থান এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের দুটি গেট চুরি হয়ে গেছে। গত রবিবার রাতের কোনো এক সময় গেটগুলো চুরি হয়। চুরি যাওয়া গেট দুটির মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানা গেছে। চুরির ঘটনায় সৈয়দপুর শহরে আইনশৃঙ্খলার অবনতি ও পুলিশের গাফিলতিকে দায়ি করেছেন স্মৃতিসৌধ্যটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সাংবাদিক নিজু কুমার আগরয়াল।

সাংবাদিক নিজু কুমার বলেন, ‘সৈয়দপুর শহরে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে। পুলিশ তৎপর না থেকে হাত-পা গুটিয়ে থাকার কারণে শহরের কোনো না-কোনো এলাকায় চুরির ঘটনা ঘটেই চলেছে। এসব বিষয়ে একাধিকবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিনকে অবগত করা হলেও কোনো কর্নপাত করেননি। এ কারণে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের ৩ লাখ টাকা মূল্যের দুটি গেটই খুলে নিয়ে গেছে চোররা।’

স্থানীয় বাসিন্দারা জানান, আইনশৃঙ্খলার অবনতিকে সুযোগ হিসেবে নিয়ে গোলাহাট কবরস্থান এলাকার একজন ভাঙ্গারি ব্যবসায়ীর নেতৃত্বে রেলওয়ে কারখানার উত্তর পার্শ্বে কারখানার দেয়ালের ওপর দিয়ে প্রতি রাতেই লোহা পাচার হচ্ছে। গত রবিবার রাতেও কারখানার লোহা চুরি সংঘটিত হয়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেই স্মৃতিসৌধের গেটসহ চুরির অন্যান্য মাল উদ্ধার সম্ভব। জানতে চাইলে কয়াগোলাহাট মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই-আলম সিদ্দিক বলেন, ‘স্মৃতিসৌধের গেট চুরির বিষয়টা আমি শুনেছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close