মাসুম বিল্লাহ, শালিখা (মাগুরা)
শালিখা স্বাস্থ্য কমপ্লেক্স
খসে পড়ছে ভবনের পলেস্তারা শঙ্কায় রোগী ডাক্তার কর্মচারী

মাগুরার শালিখায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ভবন দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। এতে সেবা গ্রহীতা ও কর্মচারীদের সামনেই খসে পড়ছে পুরাতন ভবনের ছাদের পলেস্তারা। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এর মধ্যেই হাসপাতালের প্রতিদিন সেবা নিচ্ছে শতাধিক মানুষ। ঝুঁকি নিয়ে কাজ করছেন হাসাপাতালের ডাক্তার-কর্মচারীরা। এদিকে হাসপাতালের বাউন্ডারি প্রাচীর পার্শ^ রাস্তা থেকে নিচু হওয়ায় প্রায়ই ঘটছে চুরির ঘটনা। রাস্তা থেকে প্রাচীরের উচ্চতা কম থাকায় দেওয়ালের পার্শ্বের দোকান থেকে ময়লা ফেলা হচ্ছে হাসপাতালের মধ্যে।
সরেজমিনে দেখা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের পুরাতন ভবনে ল্যাব, টেকনিক্যাল ও জরুরি বিভাগ অবস্থিত। ভবনের বিভিন্ন অংশের ছাদ ও দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে। এর মধ্যেই চলাচল করছেন সেবা নিতে আসা শতাধিক ব্যক্তিসহ হাসপাতালের কর্মচারীরা। ল্যাব ও মেকানিক্যাল বিভাগের তিনটি কক্ষের দেয়াল এবং ছাদের অধিকাংশ জায়গা রয়েছে ড্যাম। অনেক জায়গায় রয়েছে ছোট-বড় ফাটল। এর নিচে বসে কাজ করছেন মেকানিক্যাল বিভাগের বেশ কয়েকজন কর্মী। এ ছাড়াও শিশু ও প্রসূতি বিভাগের হলরুমে মাঝে মাঝেই খসে পড়ছে পলেস্তারার বড় বড় অংশ।
নবজাতক নিয়ে হাসপাতালে সেবার জন্য আসা এক মায়ের সঙ্গে কথা হলে। তিনি বলেন, ‘দুদিন আগে আমার একটি কন্যা সন্তান হয়েছে। তাকে নিয়ে চিকিৎসার জন্য এসে আমরা খুব ভয়ে আছি। মনে হচ্ছে যেকোনো সময় মাথার ওপর পলেস্তারা খসে পড়তে পারে।
সেবা নিতে আসা আরেকজন প্রসূতি মা জানান, হাসপাতালের সেবা ভালো হলেও ভৌত কাঠামোর অবস্থা খুবই খারাপ। অনেক স্থানে অবকাঠামোর অবস্থা বিপদজনক। হাসপাতাল ঘুরে আরো দেখা গেছে, পুরাতন ভবনের রান্না ঘর, শিশু, মহিলা এবং পুরুষ ওয়ার্ডসহ হাসপাতালের মূল ভবনটাই ঝুঁকির মধ্যে। এ ছাড়া হাসপাতালের পূর্ব পার্শ্বের সীমানা প্রাচীর নিচু হওয়ায় সেখানের দোকানগুলো থেকে ময়লা ফেলা হচ্ছে হাসপাতালের মধ্যে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আব্বাস উদ্দিন জানান, সীমানা প্রাচীর পার্শ^বর্তী রাস্তা অপেক্ষা নিচু হওয়ায় প্রায়ই হাসপাতালে ছোট বড় চুরির ঘটনা ঘটছে। হাসপাতালের পূর্ব পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলো থেকে হাসপাতালের মধ্যে ময়লা ফেলা হচ্ছে, অপরদিকে প্রাচীর হেলে পড়ছে। অতিসত্বর অবৈধ দোকানগুলো উচ্ছেদ করার পাশাপাশি হাসপাতালের ভৌতিক কাঠামোর সংস্কার জরুরি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইমুন নেছা জানান, হাসপাতালের পুরোনো ভবনের সংস্কার না করায় দেয়াল ও ছাদের তলদেশ ড্যাম হয়ে পলেস্তরা খসে পড়ছে। সীমানা প্রাচীর নিচু হওয়ায় আবাসিক হলে মাঝে মাঝেই চুরির ঘটনা ঘটেছে। ফলে এখানে সেবাদানকারী ডাক্তার ও কর্মচারীরা বড় ধরনের ক্ষতির শঙ্কায় রয়েছে।
"