দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

  ১২ জানুয়ারি, ২০২৫

দশমিনায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

পটুয়াখালীর দশমিনা উপজেলায় হত্যার চেষ্টা মামলায় প্রধান আসামি মো. জাহাঙ্গীর মাতুব্বর (৪৫) কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে দশমিনা থানা পুলিশ ও র‌্যাব -১০ যৌথ অভিযান পরিচালনা করে ঢাকা লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেন দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম।

জানা গেছে, উপজেলাধীন বেতাগী সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী ০৮ নং ওয়ার্ড এ গত ৮ নভেম্বর সকালে লাল মিয়ার খেতে রোপা আমন ধান গরু দিয়ে নষ্ট করায় লাল মিয়া জিজ্ঞাসা করলে বিবাদী জাহাঙ্গীর, রাকিব ও রাহাত সহ অজ্ঞাত ৪-৫ জন তাকে উপর‌্যুপরি কোপিয়ে পায়ের গোড়ালির রগ কেঁটে দেয়। এ ঘটনায় লালমিয়া বাদী হয়ে দশমিনা থানায় ৮ নভেম্বর হত্যার চেষ্টা মামলা দায়ের করেন। এবং ১১ নভেম্বর মামলাটি এজাহার করা হয়। এরপর থেকে আসামিরা পালাতক থাকে। গত শুক্রবার দশমিনা পুলিশ ও র‌্যাব- ১০ প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করে রাতেই আসমিকে দশমিনা থানায় নিয়ে আসা হয়।

দশমিনা থানা ওসি মোহাম্মাদ আবদুল আলীম জানান, আদালতের মাধ্যমে শনিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলোমান আছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close