reporterঅনলাইন ডেস্ক
  ১২ জানুয়ারি, ২০২৫

সংক্ষিপ্ত সংবাদ

প্রতিযোগিতা

ঝালকাঠি প্রতিনিধি

তারুন্যের উৎসব ২০২৫ এর তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে গতকাল ঝালকাঠিতে কর্মসূচি পালন করা হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা হয়েছে। সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহামুদ আলম জোমাদ্দারসহ বিভিন্ন বিদ্যালয় ও কলেজের মনোনিত কয়েকজন শিক্ষক বিচারকের দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক সেমিনার

মাভাবিপ্রবি প্রতিনিধি

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) তে গতকাল ও ১২ জানুয়ারি এই দুই দিনব্যাপী থার্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এডভান্সমেন্ট অব লাইফ সায়েন্সেস অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে এই আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন এবং সভাপতিত্ব করেন মাভাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।  প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. হোসাইন উদ্দিন শেখর। উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস- চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. আব্দুল-আউয়াল প্রমুখ।

দ্বি-বার্ষিক সম্মেলন

কটিয়াদী প্রতিনিধি

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের স্লোগানে কিশোরগঞ্জের কটিয়াদীতে গত শুক্রবার কটিয়াদী বাসস্ট্যান্ডে শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন হয়েছে। এতে উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম দুলালের সভাপতিত্বে এবং সেক্রেটারি জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা শাখার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী। প্রধান আলোচক ছিলেন জেলা শাখার সভাপতি খালেদ হাসান জুম্মন, ছিলেন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মোজাম্মেল হক জোয়ারদার প্রমুখ।

প্রদর্শনী

দেলদুয়ার প্রতিনিধি

টাঙ্গাইলের দেলদুয়ারে গতকাল উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করেন উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ। বক্তব্য দেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আশরাফুল আলম ও একই প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা নাতাশা নাফিসা হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম।

জরিমানা

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধ ভাবে জলাধার ভরাট করার দায়ে গতকাল সকালে মো. মঞ্জু মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। উপজেলার মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান বলেন, মঞ্জু মিয়া নামে এক ব্যক্তি জলাধার ভরাটের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস এবং আইন শৃঙ্খলা বাহিনী।

মানববন্ধন

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রা সিদ্দিকিয়া বহুমুখী ফাজিল ডিগ্রি মাদরাসার দুই জন শিক্ষককে অনৈতিক কার্যক্রমের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। তাদের স্থায়ী বহিস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ৪ নম্বর কয়রা লঞ্চঘাট বাজারে অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী এই মানববন্ধনের করে। বক্তব্য দেন শরিফুল ইসলাম, আবু সাঈ মোল্যা, আবুল কালাম শেখ, মাওলানা শিহাব উদ্দিন, নুরুজ্জামান খোকা, আ. মান্নান মল্লিক, নুরী শেখ, হাফেজ আবু হানিফ, মজিবার মৃধা প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close