সিলেট প্রতিনিধি
সিলেটে শপিং মল থেকে ২৫০ ভরি স্বর্ণ চুরি
সিলেট নগরীর একটি অভিজাত শপিংমলের স্বর্ণের দোকানে প্রায় ২৫০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তোভোগীর। তবে এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত থানায় অভিযোগ দেওয়া হয়নি।
গত বুধবার রাত থেকে গত বৃহস্পতিবার সকালের কোনো এক সময় নগরীর আল হামরা শপিং সিটির নুরানি জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে।
জুয়েলারি দোকানের মালিক মো. জাবেদ চৌধুরী জানান, আল হামরা শপিং সিটির চতুর্থ তলায় নুরানি জুয়েলারি। প্রতিদিনের মতো সকালে দোকানে যান কর্মচারীরা। দোকান খুলে দেখেন কোনো স্বর্ণ নেই। তার দোকান থেকে প্রায় ২৫০ ভরি সোনা চুরি হয়েছে। এসব স্বর্ণের দাম আনুমানিক সাড়ে তিন কোটি টাকা। ঘটনাটি দ্রুত মার্কেট সমিতি ও পুলিশকে জানানো হয়।
মালিক পক্ষের দাবি, শাটারের তালা ভেঙে এসব স্বর্ণ চুরি করে নিয়ে যাওয়া হয়। স্বর্ণ লুটে নিয়ে যাওয়ার সময় দোকানে নতুন তালা লাগিয়ে দেয় চোরেরা।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি রহস্যজনক। দোকান মালিক মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে।
"