সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১০ জানুয়ারি, ২০২৫

পৌরসভার কার্যক্রম স্বাভাবিক, বেড়েছে নাগরিক সেবা

সিরাজগঞ্জ প্রথম শ্রেণির পৌরসভার নাগরিক সেবাসহ বিভিন্ন কার্যক্রম স্বাভাবিক হয়ে উঠেছে। এ পৌর কার্যালয়ে এখন প্রতিনিয়ত জনসমাগম বাড়ছে এবং কার্যক্রমেও খুশি সেবা নিতে আসা পৌর নাগরিকগণ। এমনই তথ্য জানান স্থানীয় পৌরবাসীরা।

সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত বছরের ৫ আগস্টের পর ওই পৌরসভার কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বতর্মান অন্তবর্তীকালীন সরকারের এক প্রজ্ঞাপনে দেশের সকল পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের পদ থেকে অপসারণ করা হয়। এ কারণে বিধিমতে সিরাজগঞ্জ পৌরসভায় গত বছরের ১৯ আগস্ট উপ-পরিচালক স্থানীয় সরকার (উপ-সচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে প্রশাসক নিয়োগ করা হয় এবং প্রশাসক সহায়তায় ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এ কমিটির সদস্যরা হলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. জুলি আক্তার, কৃষি বিভাগের উপ পরিচালক আঃ জা. মু. আহসান শহীদ সরকার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমাদুল হাসান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী রকুন্নুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনর রশীদ ও মহিলা বিষয়ক অদিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতিমা।

জানা গেছে, প্রশাসক ও সহায়তা কমিটির যৌথভাবে পৌর কার্যক্রম শুরু হলেও নানা জটিলতার কারণে পৌর নাগরিক সেবা ব্যাহত হয়। এতে পৌরবাসীর ব্যাপক দুর্ভোগের শিকার হতে হয়েছে। বিশেষ করে সহায়তা কমিটির সদস্যগণের বিভাগীয় কার্যক্রমে ব্যস্ত থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে এ অবস্থা ক্রমাগতভাবে হ্রাস পায় এবং নাগরিক সেবা মোটামুটিভাবে স্বাভাবিক হয়ে উঠেছে। এদিকে পৌর প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেন ১৯ আগস্ট থেকে ২৪ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং তার বদলি জনিত কারণে পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় ওইদিন থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ব্যাপারে ১ নম্বর ওয়ার্ড মাছিমপুর মহল্লার শরিফুল ইসলাম বলেন, একটি নাগরিক প্রত্যায়ন পেতে আমাদের হয়রানির স্বীকার হতে হতো। এখন তা অনেকটাই কমে গেছে।

পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের শিক্ষিকা হামিদা বেগম বলেন, জন্ম, মৃত্যু সনদ পেতে আমাদের বেশ হয়রানি হতে হতো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close