সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

  ০৯ জানুয়ারি, ২০২৫

সখীপুরে দুই মাটি ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলের সখীপুরে সরকারি সংরক্ষিত ভূমিতে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে দুই মাটি ব্যবসায়ীকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা।

গত মঙ্গলবার বিকেলে উপজেলার উপজেলার প্রতিমা বংকী পূর্ব পাড়া (ফুটানি বাজার) এলাকায় এই অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা বলেন, কেফাতুল্লার ছেলে মাটি ব্যবসায়ী মো. জামাল হোসেনকে ৮০ হাজার টাকা এবং কচুয়া গ্রামের কসিম উদ্দিনের ছেলে মোতালেব সিকদারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭ (ক) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ওই দুই মাটি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close