কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
০৯ জানুয়ারি, ২০২৫
ভুল করে ইঁদুর মারার ওষুধ খেয়ে বৃদ্ধের মৃত্যু
রংপুরের কাউনিয়ায় ভুল করে ইঁদুর মারার গুড় মাখা পাউডার ঔষধ সেবন করে গিয়াস উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার বাজে মসকুর গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বাজে মসকুর গ্রামের মুত্যু মিন্নত আলীর পুত্র গিয়াস উদ্দিন (৬৫) মঙ্গলবার সন্ধ্যায় ঔষধ ভেবে ভুল ক্রমে ইঁদুর মারার গুড় মাখা পাউডার ঔষধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। ওই রাতেই তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানে রোগীর অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা ধীন অবস্থায় মঙ্গলবার রাত ১টা ১১ মিনিটে বৃদ্ধ গিয়াস উদ্দিন এর মৃত্যু হয়।
কাউনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শরিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন