ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন ইউএনও
কক্সবাজারের ঈদগাঁও বাজারে অবৈধ স্থাপনা বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে এ অভিযান পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা, ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আব্দুস সাত্তারসহ উপজেলা প্রশাসন সংশ্লিষ্টরা অংশ নেন।
এ সময় প্রধান ডিসি সড়কসহ অন্যান্য সড়ক, উপসড়ক, অলিগলি এবং অভ্যন্তরীণ বাজার যানজট মুক্ত করতে অভিযানটি চালানো হয়। প্রধান সড়ক থেকে অভিযানটি শুরু হয়ে মাছ বাজার, মরিচ বাজার, তরকারি বাজার, পশ্চিম গলি, পুরাতন পাইপ বাজার, ভূমি অফিস সংলগ্ন এলাকা এবং তেলিপাড়া সড়কের পর্যন্ত বিস্তৃত হয়। বাজারে লোক চলাচল স্বাভাবিক ও যানবাহন ব্যবহার নির্বিঘ্ন করতে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে প্রশাসন অভিযানের সিদ্ধান্ত নেয়। উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির গত সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া উপস্থিত ছিলেন জালালাবাদ ইউনিয়নের ওয়ার্ড সদস্য নুরুল হুদা, একই ইউনিয়নের সাবেক সদস্য নুরুল আলম, বাজার ইজারাদার রমজানুল আলম কোম্পানি, ছাত্র প্রতিনিধি নাহিদুল ইসলাম শাহীন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা জানান, বাজারের সড়কের ফুটপাত অবৈধভাবে দখলের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
"