বান্দরবান প্রতিনিধি

  ০৯ জানুয়ারি, ২০২৫

বান্দরবানের লামা

বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল হাতির কৃষকের মৃত্যু

বান্দরবানের লামা উপজেলায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে গর্ভবর্তী নারী হাতি ও এর আক্রমণে কৃষক ফরিদুল আলমের (২৭) মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন পুলিশ ও সংশ্লিষ্টরা।

গত মঙ্গলবার সকালে চাক কাটার ঝিরির কৃষক ফরিদুল আলমের জমিতে হাতিটির মৃতদেহ পাওয়া যায়। এর আগে, সোমবার রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি কুমারী এলাকার চাককাটা ঝিরিতে ঘটনাটি ঘটে।

নিহত ফরিদুল চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উত্তর ঘুনিয়া পাহাড়তলী এলাকার বাসিন্দা। মৃত হাতির বয়স আনুমানিক ৩০ বছর হবে বলে ধারণা করছেন বন বিভাগ কর্মকর্তারা।

সূত্রে জানা গেছে, বিভিন্ন সময় জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে হাতির পাল নেমে এসে ফসলি জমি, ঘরবাড়ি, মানুষ ও বাগানের ক্ষয়ক্ষতি করে। এ থেকে রক্ষা পেতে বাগান ও ফসলি জমির চার পাশে বিদ্যুতের ফাঁদ পেতে হাতি তাড়ানোর চেষ্টা করেন স্থানীয়রা। সোমবার রাতে হাতির পাল লোকালয়ে এলে হাতিটি বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়। তবে অভিযোগ অস্বীকার করে ঘটনাস্থলের আশপাশ এলাকার অধিবাসীরা বলেন, সম্ভবত হাতিটি রোগাক্রান্ত ছিল। এর আগে, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের দফাদার মো. আলী আকবর জানান, হাতি মৃত্যুর ঘটনাস্থল থেকে একশ গজ দূরে লাউ খেত পাহারা দেওয়ার সময় অন্য একটি পুরুষ বন্য হাতি কৃষক ফরিদুল আলমের ওপর আক্রমণ চালায়। পরে আহতকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফরিদুলকে মৃত ঘোষণা করেন।

লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ. কে. এম আতা এলাহী জানান, ময়নাতদন্তের পর জানা যাবে হাতির মৃতুর কারণ। এদিকে এর একশ গজ দূরে হাতির আক্রমণে কৃষক ফরিদুল আলমের মৃত্যু হতে পারে বলে জানান তিনি।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, বৈদ্যুতিক ফাঁদে হাতির মৃত্যুর সত্যতা পাওয়া গেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close