reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জানুয়ারি, ২০২৫

সংক্ষিপ্ত সংবাদ

মতবিনিময়

পটুয়াখালী প্রতিনিধি

দেশের উন্নতি ও পুলিশ প্রশাসনের কার্যক্রমে প্রভাব ফেলতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ইতোমধ্যে দেশের উন্নতির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং আগামী দিনে পুলিশ প্রশাসন আরো কার্যকরীভাবে জনগণের সেবা নিশ্চিত করবে। পটুয়াখালীতে বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম গতকাল সকালে জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভাপতিত্ব করেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ।

কম্বল বিতরণ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় ৩১ বিজিবির আয়োজনে সীমান্ত উপজেলাসহ বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকালে নেত্রকোনা ৩১ বিজিবি ক্যাম্পে শতাধিক শীতার্ত হতদরিদ্র মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করেন লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান। এ ছাড়া পর্যায়ক্রমে সীমান্ত এলাকায় আরো পাঁচ শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হবে বলে নিশ্চিত করেন ক্যাম্প অধিনায়ক।

কর্মশালা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জের কৃষি অফিস হলরুমে নিউট্রিশিয়াস অ্যাগ্রিফিউচার বাংলাদেশ (নাফ বিডি) লিমিটেডের আয়োজনে ভেলু চেইন আ্যাক্টরদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএই সিরাজগঞ্জ উপ পরিচালক আবদুল জা মু আহসান শহীদ সরকার। মো. আব্দুর রউফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সালেহ শিহাব উদ্দিন, ডিভিশনাল কোঅর্ডিনেটর জাকিউল হাসান, হুমায়ুন কবির প্রমুখ।

ফ্রি চিকিৎসা

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীত গোলামানে গাউছুল আজম দস্তগীর সংগঠনের দুই দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলার সারোয়াতলী ইউনিয়নের কনজুরীস্থ খানকাহ-এ গাউসুল আজম দস্তগীর (রহ.) এর মাঠে এ চিকিৎসা ক্যাম্পেইনের উদ্বোধন করেন ৯ নম্বর আমুচিয়া ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার ও সাংবাদিক কাজী মুহাম্মদ শাহী এমরান কাদেরী। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন, দপ্তর সম্পাদক অহিদুল আলম ওয়াহিদ।

সৌজন্য সাক্ষাৎ

রাজারহাট প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর সঙ্গে সাক্ষাত করেছেন প্রেসক্লাব রাজারহাট এর সদস্যগণ। তিনি এর আগে জেলার উলিপুর থানার ওসি তদন্ত হিসেবে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় আশরাফুল ইসলাম রাজারহাট থানায় ওসি হিসেবে যোগদান করার পর তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন প্রেসক্লাব রাজারহাটের সাংবাদিকরা। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব রাজারহাট সভাপতি আব্দুল কুদ্দুছ, সহসভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল, ক্যাশিয়ার আশরাফুল আলম সাজু, সদস্য শাহজাহান আলী সুজন প্রমুখ।

পটগান প্রদর্শনী

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে দুদিনব্যাপী নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ বিষয়ক পটগান প্রদর্শনী অনুষ্ঠিত। গত সোমবার ও গত মঙ্গলবার বিশ্বনাথ উপজেলার চারটি ইউনিয়ন রামপাশা, লামাকাজী, খাজাঞ্চি ও অলংকারী ইউনিয়নের বিভিন্ন বাজার ও স্কুল অ্যান্ড কলেজের ৪টি স্পটে এ পটগান প্রদর্শনী হয়। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ব্র্যাক বাস্তবায়নাধীন ‘ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নী মাইগ্রেন্টস’ প্রত্যাশা- ২ প্রকল্পের অধীনে রুপান্তরের পরিবেশনায় এ পটগান হয়। লামাকাজী বাজারে পটগান পরিবেশনের উদ্বোধন করেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close