নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
দোহারে গ্যারেজ মালিক হত্যায় গ্রেপ্তার ৯
ঢাকার দোহারে অটোরিকশা গ্যারেজ মালিক শেখ শহীদ হত্যাকাণ্ডের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মানিক মোল্লা (৪২), সিরুতাজ বেগম (৩৯), সুমন খাঁ (৩২), মাহবুব (৫০), আমজাদ (৩৫), রিকশাচালক আল আমিন (৪২), ভাঙাড়ির দোকানদার আল আমিন (৩৫), মালেক (৫৭) ও শাহ আলম (৩৬)। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যাটারি চালিত রিকশা ও ৮টি অটোরিকশার ব্যাটারি ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গতকাল বুধবার দুপুরে দোহার থানায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান দোহার সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন দোহার থানার ওসি রেজাউল করিম ও ওসি (তদন্ত) নুরুন্নবী ইসলাম।
সহকারী পুলিশ সুপার আরো জানান, গত ২২ নভেম্বর রাতে উপজেলার লটাখোলা নতুন বাজারে অটোরিকশা গ্যারেজ মালিক শেখ শহীদ খুন হন। এরপর তার ভাই শেখ ছোরহাব বাদী হয়ে দোহার থানায় একটি হত্যা মামলা করলে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার বিলাসপুর ইউনিয়নের কুতুবপুর গ্রাম থেকে মানিক মোল্লা ও সিরুতাজ বেগমকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যমতে মূল হোতা সুমন খাঁকে ঢাকার দারুসসালাম থানার গাবতলী বাস টার্মিনাল এলাকা হতে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেপ্তার করা হয়।
"