বাকৃবি প্রতিনিধি
বাকৃবিতে রাতে সন্ত্রাসবিরোধী মিছিল
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সন্ত্রাসবিরোধী মিছিল করেছেন আশরাফুল হক হলের শিক্ষার্থীরা। গত সোমবার রাত ১০টার দিকে আশরাফুল হক হল থেকে শুরু হওয়া মিছিলটি কে আর মার্কেট ঘুরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এতে অন্তত অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়।
মিছিলে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী জানান, বিগত সরকারের আমলে বাকৃবির কিছু উগ্র শিক্ষার্থী ক্যাম্পাসে র্যাগিং, মারামারি, সাধারণ শিক্ষার্থীদের হয়রানি, চাঁদাবাজি ও মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের সাবধান করার উদ্দেশ্যে সন্ত্রাসবিরোধী মিছিলের আয়োজন করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগের নামে যারা বাকৃবিতে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, মাদকের কারবার করেছে এবং ক্যাম্পাসে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে, তাদের দ্রুত বিচার চান বিক্ষোভকারীরা। এখন থেকে যে কোনো সন্ত্রাসী সংগঠন এ বিশ্ববিদ্যালয়ে মাথা চারা দিয়ে যাতে না উঠতে পারে, সে বিষয়ে সোচ্চার থাকবেন বলে তারা জানান।
"