শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু, ভাটা মালিকের বিরুদ্ধে হত্যার অভিযোগ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইছাকুড় এলাকায় বিদ্যুৎস্পর্শে মুনছুর আলী কাগুচী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে হাজি ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে। মুনছুর আলী ইছাকুড় এলাকার মৃত আলী বকস কাগুচীর ছেলে।
মুনছুর আলীর ছেলে আকবর হোসেন জানান, হাজি ব্রিকসের মালিক মোস্তাক আহমেদের সঙ্গে তাদের ৪০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তিনি অভিযোগ করেন, ভাটা মালিক পক্ষের লোকজন বিভিন্ন সময় তাদের ফসলের ক্ষতি করত। কয়েক দিন আগে ভাটার বৈদ্যুতিক সংযোগের জন্য তাদের জমির ওপর দিয়ে বিদ্যুতের তার নেওয়া হয়। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মুনছুর আলী জমিতে কাজ করতে গেলে ওই তার জমির মধ্যে পড়ে থাকতে দেখেন। পরে তিনি সেটি সরাতে গেলে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই মারা যান।
আকবর হোসেন আরো বলেন, আমার বাবা জমি নিয়ে বিরোধ এবং একাধিক মামলায় ভাটা মালিক মোস্তাক আহমেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে সাক্ষী ছিলেন। তাই তারা পরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যা করেছে। আমি তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত ইটভাটা মালিক মোস্তাক আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, নিহতের বাম হাতের পাঁচটি আঙুল ও ডান হাতের কব্জির নিচের অংশ পুড়ে গেছে।
"