reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জানুয়ারি, ২০২৫

সংক্ষিপ্ত সংবাদ

ইটভাটাকে জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে ১০ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম। গত সোমবার দিনব্যাপী ফতুল্লার বক্তাবলী এলাকায় অভিযানে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার নিউ ন্যাশনাল ব্রিকস-১ কে ১ লাখ টাকা ও নিউ ন্যাশনাল ব্রিকস-২ কে ১ লাখ টাকা, চর বক্তাবলী পূর্ব গোপালনগর এলাকার মেসার্স তাজ ব্রিকস ম্যানুফেকচারিং কে ১ লাখ টাকা, মেসার্স নজরুল ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স খাদিজা ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স নিজাম ব্রিকসকে ১ লাখ টাকা, মেসার্স বিছমিল্লাহ ব্রিকসকে ২ লাখ টাকা, সান ব্রিকস ২ লাখ টাকা, মেসার্স এ এস বি ব্রিকসকে ২ লাখ টাকা ও মেসার্স বোখারী ব্রিকসকে ১ লাখ টাকা সহ মোট ১৫ লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়।

চক্ষু চিকিৎসা

শরীয়তপুর প্রতিনিধি

বসুন্ধরা চক্ষু হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট এবং লংকাবাংলা ফাইনান্স পিএলসির আয়োজনে সালেহা মমতাজ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতার শরীয়তপুরে ১ হাজার মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। গতকাল দিনব্যাপী শরীয়তপুরের বুড়িরহাট বাজার সংলগ্ন সালেহা মমতাজ ফাউন্ডেশনে সদর উপজেলার রুদ্রকর, ডামুড্যা উপজেলার ইসলামপুর ও ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নে এসব চিকিৎসা দেওয়া হয়। সালেহা মমতাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহিবুর রহমান বাবুর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সদস্য কিশোয়ার জাবিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শরীয়তপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ।

কর্মশালা উদ্বোধন

ধনবাড়ী প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা গতকাল উপজেলার ধোপাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এবং বানিয়াজান ইউনিয়নের বানিয়াজান দ্বিমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে স্ব-স্ব ইউনিয়ন পরিষদের আয়োজনে পৃথক পৃথকভাবে দিনব্যাপী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য দেন ধনবাড়ী ইউএনও আবু সাঈদ, উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম মন্ডল ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান প্রমুখ।

ইউএনওর মতবিনিময়

বাউফল প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত ইউএনও আমিনুল ইসলাম। গতকাল দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভায় বক্তব্য দেন বাউফল প্রেস ক্লাবের সভাপতি জলিলুর রহমান, সহসভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সহসভাপতি আসাদুজ্জামান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামন ডিউক প্রমুখ।

বিএনপির মতবিনিময়

কোটালীপাড়া প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নবাগত ইউএনও সাগুফতা হকের সঙ্গে মতবিনিময় সভা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কান্দি ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল ইউএনও কার্যালয়ে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বাশার হাওলাদার। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, কান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক নোমান মাহমুদ প্রমুখ।

বিনামূল্যে অপারেশন

বীরগঞ্জ প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জের ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের সনকা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে ডাচ-বাংলা ব্যাংকের দৃষ্টি প্রোগ্রামের আওতায়, বাংলাদেশ সে¦চ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সার্বিক সহযোগিতায় এবং গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি রোগীদের অপারেশনের আয়োজন করা হয়। গতকাল কাহারোল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরীর সভাপ্রতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বীরগঞ্জ থানার ওসি আবদুল গফুর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close