ধামরাই (ঢাকা) প্রতিনিধি
জমি-সংক্রান্ত বিরোধ
ধামরাইয়ে দলিল লেখককে পিটিয়ে হত্যাচেষ্টা
ঢাকার ধামরাইয়ে জমিজমা বিরোধকে কেন্দ্র করে পূর্বশক্রতার জের ধরে রাতের আঁধারে রাস্তা গতিরোধ করে দলিল লেখক আব্দুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনায় গত সোমবার রাতে আব্দুর রহমানের ছোট ভাই বাদী হয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এর আগে রবিবার রাত ১০টার দিকে ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে এমন ঘটনা ঘটে।
আহত আব্দুর রহমান ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর পূর্বপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি ঢাকা জেলা তেজগাঁও সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক।
অভিযুক্তরা হলেন- একই এলাকার খোরশেদ আলম ও রাসেল হোসেন এবং সাব্বির হোসেনসহ অজ্ঞাতনামা আরো ৫ জনকে আসামি করা হয়।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার ঢাকা জেলা তেজগাঁও সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুর রহমান অফিসের কাজ শেষ করে রাত দশটার দিকে ধাঁনতারা বাজারে গাড়িতে থেকে নেমে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার পথে পূর্বশক্রতার জের ধরে খোরশেদ আলম ও তার লোকজন আমার গতিপথ রোধ করে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেন। আমার ডাকচিৎকারে আশপাশের লোকজন এলে তারা পালিয়ে যায়। পরে তারা আমাকে উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে ভর্তি করেন।
এই বিষয়ে আব্দুর রহমানের ছোট ভাই আলমগীর হোসেন বলেন, যারা আমার ভাইকে মেরেছে তাদের শাস্তি দাবি করছি।
এই বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, রাতের আঁধারে দলিল লেখককে পিটিয়ে আহত করার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
"