শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
শাহজাদপুরে ডাকাতি
ডলার-টাকা ও সোনাসহ মালামাল লুট
সিরাজগঞ্জের শাহজাদপুরে নরীনা উত্তর পাড়ার এক বাড়িতে ডাকাতির ঘটনায় ইউএস ডলার, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার সকালে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, অফিসার ইনচার্জ আছলাম আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে, রবিবার রাতে উপজেলার নরীনা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত রবিবার রাতে উত্তরপাড়া গ্রামে জাহাঙ্গীর হোসেনের বাড়িতে বাড়ির গ্রীল ভেঙ্গে বাড়িতে ১০ জনের ডাকাতদল দেশীয় অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে বাড়িতে ঢুকে। ডাকাতদল প্রথমে জাহাঙ্গীর তার স্ত্রী সালমা খাতুন সহ ৬ জনকে হাত পা বেধে ফেলে প্রায় দেড় ঘন্টাব্যাপি আটকে রেখে নগদ প্রায় ৫ লক্ষ টাকা, ১০ ভরি সোনা ও ১৩ হাজার ইউএস ডলার নিয়ে যায়।
বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেন জানান, রাত তিনটা নাগাদ ডাকাতদল কালো মুখোশ পরে বাড়িতে প্রবেশ করে সবাইকে বেধে ফেলে, বলে কেউ চিৎকার করলে গুলি করে মেরে ফেলবে। তারপর আলমারি ভেঙ্গে টাকা, সোনার গহনা ও ডলার নিয়ে যায়। প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
এ ব্যপারে অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।
"