ঝিনাইদহ প্রতিনিধি
সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি
নড়াইলে সময় টিভির প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল সোমবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম, ঝিনাইদহ প্রেসক্লাবসহ জেলায় কর্মকর্তা প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়।
ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচীতে টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপুল জামান’র সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সাবেক সভাপতি ও সাংবাদিক এম রায়হান, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, আমিনুর রহমান টুকু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, শেখ সেলিম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, রফিকুল ইসলাম, সাদ্দাম হোসেন, মেহেদি হাসান জিকু, সাংবাদিক এম এ জলিল। অনুষ্ঠান পরিচালনা করেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান ও লোটাস রহমান সোহাগ। এ সময় বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে সজিবের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
"