দাকোপ (খুলনা) প্রতিনিধি
০৭ জানুয়ারি, ২০২৫
দাকোপে ছাত্রলীগের জন্মদিন পালন গ্রেপ্তার ৩
খুলনার দাকোপ উপজেলায় বাংলাদেশ সরকারের নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী ছাত্র লীগের জন্মদিন পালন করায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত রবিবার রাত ৮টার দিকে উপজেলায় বাজুয়া এস এন কলেজের পরিত্যক্ত ভবনে ছাত্রলীগের জন্মদিন পালন করে তারা। গ্রেপ্তার যুবকরা হলেন, মানিক শেখ (২০), দিপু দাস (২১) ও শান্ত বিশ্বাস (২২)।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, গ্রেপ্তার যুবকরা রবিবার রাতে ছাত্রীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার পরিকল্পনাকারী উল্লেখ করে বানিশান্তা ইউনিয়ন খেজুরিয়া গ্রামের রাজুখান বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে আরো ১০-১৫ জনকে অজ্ঞাত করে সন্রাসবিরোধী আইনে দাকোপ থানায় মামলা দায়ের করেন। পরর্তীতে গ্রেপ্তার করে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন