কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ভেতর ট্রাক অল্পে রক্ষা ৩ প্রাণ
দিনাজপুরের কাহারোলে একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ভেতর ঢুকে পড়েছে। গত রবিবার রাত ১২টার দিকে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে ট্রাকটি রাস্তার সংগলœ সুজনের বাড়িতে ঢুকে পড়ে। সে সময় সুজন ও তার স্ত্রী সন্তানসহ ঘুমিয়ে ছিলেন। এতে অল্পের জন্য বেঁচে যায় তারা। কিন্তু সুজনের স্ত্রী ইসমত আরা (২২) গুরুতর আহত হলে তাকে প্রথমে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জানা গেছে, দিনাজপুরের কাহারোলে মুকুন্দপুর ইউনিয়নের সুন্দইল গ্রামে গত রবিবার রাত পৌনে ১২টার দিকে বালু বহনকারী একটি ড্রাম ট্রাক বালু ফেলে গন্তব্য স্থলে যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে ট্রাকটি রাস্তা সংগলœ সুজনের বাড়িতে ঢুকে পড়ে। এ ঘটনায় আহত ইসমত আরা বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন কাহারোল থানার ওসি রুহুল আমিন। বর্তমানে ট্রাকটি পুলিশের নিরাপত্তায় রয়েছে বলেও জানান তিনি।
"