গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেট সীমান্তে কোটি টাকার অধিক পণ্য জব্দ
সিলেটের গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় এক কোটি ১৯ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল সোমবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। ওইদিন ভোরে গোয়াইনঘাটের প্রতাপপুর, সংগ্রাম, তামাবিল ও বিছনাকান্দি বিওপিসহ সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালান হয়।
লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন উল্লেখিত স্থানগুলোতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, পোস্ত দানা, কেনু, মহিষ, গরু, মদ, দেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে বব্যহৃত ট্রলি ও প্রাইভেট কার জব্দ করে। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য এক কোটি ১৮ লাখ ৭০ হাজার ১০০ টাকা। মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
"