চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জ ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী।
গত রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা হয়।
সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আজাহার আলী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, বস্তুনিষ্ঠ সংবাদ লিখনের মাধ্যমে আপনারা প্রশাসনকে এগিয়ে নিয়ে যাবেন। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। ফলে উপজেলার সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় সব সাংবাদিকের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, শিবগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক হারুন অর রশিদ টুকু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মামুন উর রশিদ, সাধারণ সম্পাদক নাদিম হোসেন, শিবগঞ্জ গৌড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলামিন আলী, সিনিয়র সাংবাদিক আহসান হাবিব, সফিকুল ইসলাম প্রমুখ।
"