মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

  ০৭ জানুয়ারি, ২০২৫

মনোহরদীতে ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার

নরসিংদীর মনোহরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলার সাবেক আহ্বায়ক ইমন আলমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি আব্দুল জব্বার। তিনি জানান, গত রবিবার রাতে উপজেলার ভেলানগর এলাকা থেকে আসামি ইমন আলমকে গ্রেপ্তার করে সোমবার আদালতে প্রেরণ করা হয়। ইমন মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের রাজবল্লভকান্দী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গত রবিবার রাতে গোতাশিয়া ইউনিয়নের মুন্সিরবাজারের আসাদুজ্জামানের মার্কেটের ভিতরে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লেøাগান দিয়ে কেক কাটা হয়। বিষয়টি জানতে পেরে মনোহরদী থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আশরাফুল হাসান রিপন নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close