জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

  ০৬ জানুয়ারি, ২০২৫

আগুনে পুড়ল করাতকল লক্ষাধিক টাকার ক্ষতি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে আগুন লেগে মের্সাস মোতাহির আলী স’মিল পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি স’মিল মালিক মোতাহির আলীর।

গত শনিবার রাতে উপজেলার রানীগঞ্জ বাজারে ব্যবসায়ীর মুতাহির আলীর স’মিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের মাইকে আগুন লাগার এলার্ম শুনে আশপাশের লোকজন দৌড়ে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আসায় জগন্নাথপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ভোরে ফায়ারসার্ভিস এসে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে করতে সক্ষম হন।

স’মিলের পরিচালক আবুল হোসেন বলেন, রাত ৮টায় মিলের কাজ শেষে বাড়িতে চলে যাই। গভীর রাতে স’মিলে আগুন লেগে, মাইকে শুনে এসে দেখি আগুন। এ সময় স্থানীয় কিছু লোকজন ছিলেন তাদের নিয়ে আগুন নিভানোর চেষ্টা করেছি। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভিয়েছেন।

স’মিল মালিক মোতাহির আলী বলেন, কীভাবে আগুন লেগেছে জানিনা,

‘স’ যন্ত্র সহ ঘরটি সম্পুর্ণ পুড়ে ছাঁই হয়ে গেছে। প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close