লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৬ জানুয়ারি, ২০২৫

গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

চট্টগ্রামের লোহাগাড়ায় গাছ কাটার সময় অসাবধানতার কারণে নিচে পড়ে শ্রমিকের নাম রমিজ উদ্দিন (৩৪) নামে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রমিজ কক্সবাজারের চকরিয়া পেকুয়া উপজেলার বারবাকিয়া ঝারাবিন্যার এলাকার বাসিন্দা। গতকাল রবিবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানা গেছে। তিনি তিন সন্তানের জনক।

জানা গেছে, রমিজ দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গাছ কাটার কাজ করে পরিবারকে নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। প্রতি সপ্তাহে বাড়িতে আসেন। গত শনিবার সকাল ১১টার দিকে আমিরবাদ রাজঘাটা এলাকায় গাছ কাটা অবস্থায় অসাবধানতার কারণে নিচে পড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে স্থানান্তর করে। রবিবার সকাল ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close