reporterঅনলাইন ডেস্ক
  ০৬ জানুয়ারি, ২০২৫

সংক্ষিপ্ত সংবাদ

এসপির মতবিনিময়

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নতুন পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক। গতকাল দুপুরে পুলিশ সুপারের কার্যালয় হলরুমে ওই মতবিনিময় সভায় তিনি ছাড়াও বক্তব্য দেন গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটিু, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ সামছুল হক রিপন, সিনিয়র সহসভাপতি মো. দেলায়ার হোসেন, সহসভাপতি রেজাউল বারী বাবুল, সাংবাদিক আব্দুল মতিন, মো. আসাদুজ্জামান, ইজাজ আহমেদ মিলন, প্রতাব গোপ প্রমুখ। উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম (ডিএসবি), মাহবুবুর রহমান (অর্থ ও প্রশাসন), খন্দকার আশফাকুজ্জামান ও আবু খায়ের।

চারা রোপণ

কালীগঞ্জ প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে চলতি অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উফশী জাতের (ব্রিধান-৯২) সমলয় চাষাবাদের ৫০ একর ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ উদ্বোধন করা হয়েছে। কালীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামে এ চারা রোপণ উদ্বোধন করেন প্রধান অতিথি গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন। ইউএনও তনিমা আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম খান। এতে স্বাগত বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম।

প্রস্তুতি সভা

শ্রীপুর প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল দুপুরে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। ইউএনও রাখী ব্যানার্জির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন থানার ওসি ইদ্রিস আলী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুজ্জামান লিটন, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল গণি, মহিলাবিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র ম-ল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা জেলা শাখার সদস্য সচিব মো. হুসাইন, সদস্য আহমেদ সাজ্জাদসহ অন্যরা। প্রস্তুতি সভায় সরকার নির্ধারিত অনুষ্ঠানমালার সঙ্গে স্থানীয় পর্যায়ের নানা অনুষ্ঠান যুক্ত করে জাকজমকপূর্ণভাবে তারুণ্যের উৎসব পালনের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

বাবা সমাবেশ

ভালুকা প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় এক ব্যতিক্রমী বাবা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রফিকরাজু ক্যাডেট স্কুল ভালুকা শাখার আয়োজনে গত শনিবার রাতে স্কুল ক্যাম্পাসে এই অনুষ্ঠান হয়। ২০২৫ শিক্ষাবর্ষে নতুন শিক্ষা কারিকুলামে পাঠদান, মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশেনায় মনোযোগী করার প্রয়াসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান আজিম উদ্দিন সুমনের সভাপতিত্বে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীর অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অগ্নিকাণ্ড

ইসলামপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ডাকপাড়া গ্রামে আগুনে আটটি ঘর পুড়ে গেছে। গত শনিবার রাত দশটার দিকে দুদু হাজির বাড়িতে এ ঘটনা ঘটে। ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মাজাহারুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close