দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

  ০৬ জানুয়ারি, ২০২৫

দুর্গাপুরে ৯৬৩ বোতল ফেনসিডিল জব্দ

নেত্রকোনার দুর্গাপুরে বিজিবির অভিযানে ৯৬৩ বোতল ফেনসিডিল জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্র্নেল এ এস এম কামরুজ্জামান গতকাল দুপুরে এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

কামরুজ্জামান জানান, নলুয়াপাড়া বিওপির ৬ সদস্যের একটি টহলদল দুর্গাপুরের গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি ট্রাক তল্লাশি করে বডির নিচের অংশে একটি ট্রে থেকে ৯৬৩ বোতল ফেনসিডিল জব্দ করে। জব্দ ফেন্সিডিলসহ ট্রাকটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে বলেও জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close