সংক্ষিপ্ত সংবাদ
ওপেন হাউস ডে
বরিশাল প্রতিনিধি
৫ আগস্টের পর এই প্রথম বরিশাল এয়ারপোর্ট থানায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে থানার মাঠে এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপপুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া) মশিউর রহমান, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ) প্রণয় রায় প্রমুখ।
প্রশিক্ষণ
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ গতকাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জহির ইমাম। সোনালী ব্যাংক পিএলসি গাইবান্ধা শাখা এই ওয়ার্কশপের আয়োজন করে। এতে বিভিন্ন ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। গাইবান্ধা সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আহসানুল কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম প্রমুখ।
প্রচারাভিযান
ইসলামপুর প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার গোয়ালেরচর ও মাহমুদপুর ইউনিয়নে ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান শুরু হয়েছে। গতকাল মেলান্দহের মাহমুদপুর ইউপি সদস্য পিয়ারার বাড়িতে দিনব্যাপী উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন জেসমিন প্রকল্পের আওতায় নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মহলগিরি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতারুজ্জামান প্রমুখ।
ডিসির মতবিনিময়
কাহারোল প্রতিনিধি
দিনাজপুরের কাহারোলে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম মতবিনিময় করেন। গতকাল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও আমিনুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন প্রমুখ।
মতবিনিময়
ফুলগাজী প্রতিনিধি
ফেনীর ফুলগাজীতে গতকাল নবাগত জেলা প্রশাসক সাইফুল ইসলামের মতবিনিময় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজের সঙ্গে আইনশৃঙ্খলা-সংক্রান্ত এ মতবিনিময় করেন তিনি। মতবিনিময় সভায় ইউএনও তানিয়া ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসপি সার্কেল নোবেল চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসিয়াত আকতার প্রমুখ।
র্যালি-সভা
রায়পুরা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা গতকাল সকালে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা ফজলুল রহমানের সভাপতিত্বে সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট শফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রায়পুরা ইউএনও মাসুদ রানা।
সংবর্ধনা
টুঙ্গিপাড়া প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে গতকাল সকালে দুই জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি উপলক্ষে ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে উপজেলা পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে। পরে উপজেলা পরিষদ হলরুম বজ্রকণ্ঠে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ইউএনও মঈনুল হক।
"